আজ ৩০শে মার্চ রামডুবি হাট দ্বি-মুখী উচ্চ বিদ্যালয় ও কলেজ প্রাঙ্গনে বিশাল সনাতন ধর্মসভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন ২ নং সুন্দরবন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বাবু অশোক কুমার রায়। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ড. শ্রী অরবিন্দ সাহা, অধ্যাপক ইসলামী বিশ্ববিদ্যালয়,কুষ্টিয়া, দ্বিতীয় আলোচক শ্রী মান তেজগোবিন্দ দাস ব্রক্ষচারী ,শিক্ষক মায়াপুর ইনষ্টিটিউট অব হায়ার এডুকেশন ,ইসকন,ঢাকা। ভজন কীর্তন পরিবেশনায় ছিলেন শ্রী অনুরাধা দেবশর্মা,এম,এ সঙ্গীত,রবীন্দ্র ভারতী সঙ্গীত বিশ্ববিদ্যালয়,কলকাতা ,ভারত, শিশু শিল্পী শ্রী তিলত্নমা বিশ্বাস ক্ষুদে গান রাজ তৃতীয় চ্যানেল আই। সানসাইন কোচিং সেন্টার এর পরিচালক নরনারায়ন এর পরিচালনায় অনুষ্ঠানটি সঞ্চালন করেন রামডুবি হাট দ্বি-মুখী উচ্চ বিদ্যালয় ও কলেজ এর রয়াসন বিভাগের প্রভাষক পরাঞ্জয় রায়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস