দিনাজপুর ও সৈয়দপুর মহাসড়কের পাশে নতুন ভূষির বন্দরের আত্রাই নদীর পাশে এ রেষ্টহাউস অবস্থিত। এখান বসে আত্রাই নদীর অপরুপ দৃশ্য অবলোকন করা যায় অনায়াসে। এখানে বিকেল বেলা অনেক লোক জন রেষ্টহাউসের ধারে বসে জেলেদের মাছ ধরা দেখে। পাশে রয়েছে জেলেদের গ্রাম। তাদের জীবিকার প্রধান অবলম্বন হল এই বিস্তৃত আত্রাই নদী। জেলেরা এখানে ছোট বড় নৌকা দিয়ে মাছ ধরে নতুন ভূষির বন্দরে বিক্রি করে জীবিকা নির্বাহ করে। এই আত্রাই নদী চিরিরবন্দর উপজেলার উপর দিয়ে বয়ে গিয়ে দিনাজপুর রাজবাড়ী হয়ে দক্ষিণে প্রবাহিত হয়েছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস