Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
ইউনিয়ন জন্ম ও মৃত্যু নিবন্ধন টাস্ক ফোর্স কমিটির সভার কার্যবিবরণী
বিস্তারিত
ইউনিয়ন জন্ম ও মৃত্যু নিবন্ধন টাস্ক ফোর্স কমিটির সভার কার্যবিবরণী
২নং সুন্দরবন ইউনিয়ন পরিষদ, দিনাজপুর সদর, দিনাজপুর ।
সভার তারিখঃ ০১/০৯/২০২২খ্রি. সময়ঃ সকাল ১১.০০ ঘটিকা ।
 
ক্র/নং
কমিটির সদস্যদের নাম
পদবী
স্বাক্ষর
১।
মোঃ আব্দুল লতিফ
চেয়ারম্যান
 
২।
মোছাঃ মঞ্জুয়ারা বেগম
ইউ,পি সদস্যা-১,২,৩
 
৩।
আরতি রানী
ইউ,পি সদস্যা-৪,৫,৬
 
৪।
মোছাঃ শেফালী বেগম
’’
 
৫।
মোঃ ফজলুর রহমান বেলাল
ইউ,পি সদস্য-১
 
৬।
হীরেন্দ্র নাথ রায়
ইউ,পি সদস্য -ওয়ার্ড-২
 
৭।
মোঃ মোতাহার আলী
ইউ,পি সদস্য -ওয়ার্ড-৩
 
৮।
মোঃ রফিকুল আলম
ইউ,পি সদস্য -ওয়ার্ড-৪
 
৯।
মোঃ রাজেদুর রহমান
ইউ,পি সদস্য ওয়ার্ড-৫
 
১০।
মোঃ আনারুল হক
ইউ,পি সদস্য ওয়ার্ড-৬
 
১১।
মোঃ সোহেল রানা
ইউ,পি সদস্য ওয়ার্ড-৭
 
১২।
মোঃ হামিদুর রহমান
ইউ,পি সদস্য ওয়ার্ড-৮
 
১৩।
মোঃ মতিউর রহমান লিটন
ইউ,পি সদস্য ওয়ার্ড-৯
 
১৪।
মোঃ তৌহিদুল ইসলাম
সহকারী স্বাস্থ্য পরিদর্শক
 
১৫।
মোঃ আব্দুল আলীম সরকার
পরিবার পরিকল্পনা পরিদর্শক
 
১৬।
মোছাঃ নাজনীন আক্তার
এনজিও প্রতিনিধি (ডেমোক্রেসি ওয়াচ)
 
১৭।
ভুবন চন্দ্র বর্মন
এনজিও প্রতিনিধি (জেএসকেএস)
 
১৮।
বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল গফুর
স্থানীয় সমাজ কর্মী
 
১৯।
মোঃ আব্দুস সাত্তার
স্থানীয় সমাজ কর্মী
 
২০।
মোঃ জাকির হোসেন
ইউপি সচিব
 
 
আলোচ্য বিষয়ঃ
১। ০ থেকে ৪৫ দিন বয়সের শিশুর জন্ম ও মৃত্যু নিবন্ধন লক্ষ্য মাত্রা অর্জন প্রসঙ্গে আলোচনা ও সিদ্ধান্ত ।
২। বিবিধ ।
 
            অদ্যকার সভার সভাপতি মহোদয় আসন গ্রহণ করিলে সভার কাজ আরম্ভ করা হলো ।
 
১নং আলোচ্য বিষয় আলোচনান্তে সভাপতি মহোদয় বলেন যে, অত্র ইউনিয়নের ০ থেকে ৪৫ দিন বয়সের শিশুর জন্ম নিবন্ধন লক্ষ মাত্রা ৫৬ জন এবং মৃত্যু নিবন্ধন লক্ষ মাত্রা ১৫ জন । এই লক্ষ মাত্রা অর্জনের করনীয় কি সভাপতি মহোদয় উপস্থিত সকল সদস্যদের নিকট জানতে চান । বিষয়টি আলোচনান্তে সকল সদস্যই বলেন যে, আমরা যদি নিজ নিজ অবস্থান থেকে কাজ করি তবে লক্ষ মাত্রা অর্জন হবে ইনশাআল্লাহ । সভাপতি মহোদয় উপস্থিত সকলের সর্বাত্বক সহযোগীতা কামনা করেন এবং সকলে মিলে মিশে কাজ করার সিদ্ধান্ত সর্বসম্মতভাবে গৃহীত ও অনুমোদিত হলো ।
 
২নং আলোচ্য বিষয় বিবিধ সম্পর্কে আলোচনান্তে সভাপতি মহোদয় বলেন যে, বিষয়টি জরুরী ভিত্তিতে মাইকিং করা হবে এবং সকল সদস্যকে জনসচেতনতা বৃদ্ধির জন্য কাজ করার আহ্বান জানান । বিবিধ বিষয়ে আর কোন আলোচনা না থাকায় সভাপতি মহোদয় উপস্থিত সকলের সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় সভার সমাপ্তি ঘোষনা করেন ।
 
 
 
 
(সভাপতি)
ডাউনলোড
প্রকাশের তারিখ
11/09/2022
আর্কাইভ তারিখ
30/09/2022